• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ১০:৫৬ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৯, ২০২২, ১০:৫৬ এএম

লন্ডনে ফিরে গেলেন কোকোর স্ত্রী শর্মিলা

লন্ডনে ফিরে গেলেন কোকোর স্ত্রী শর্মিলা
সংগৃহীত ছবি

সাড়ে তিন মাসের বেশি ঢাকায় অবস্থানের পর লন্ডনে ফিরে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, রোববার (১৬ জানুয়ারি) রাতে তিনি ঢাকা ছাড়েন এবং সোমবার (১৭ জানুয়ারি) লন্ডনে পৌঁছেন।

এর আগে শনিবার (১৫ জানুয়ারি) লন্ডনে যান কোকোর বড় মেয়ে জাহিয়া রহমান।

গত বছরের ২৫ অক্টোবর খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ায় জাহিয়াকে নিয়ে শর্মিলা ঢাকায় আসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন নেতা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় শর্মিলা লন্ডনে চলে গেছেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

১৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে শর্মিলা খালেদা জিয়ার দেখভাল করছিলেন।

৯ জানুয়ারি খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

জাগরণ/এমএ