• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ১২:২২ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২২, ২০২২, ০৭:২২ পিএম

অবশেষে একই টিবিলে চট্টগ্রামের বিবদমান আ‍‍`লীগ নেতারা

অবশেষে একই টিবিলে চট্টগ্রামের বিবদমান আ‍‍`লীগ নেতারা
ছবি- জাগরণ।

অবশেষে এক টেবিলেই বসলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ৬ নেতা। রাতের আঁধারে হলেও এবার বৈঠক ‘গোপন’ ছিল না। ইউনিট সম্মেলন নিয়ে দুই বলয়ের দ্বন্দ্ব নিরসনে করা রিভিউ কমিটির প্রথম বৈঠক ছিল এটি। অন্তত দু'ঘণ্টা সময়ের এই বৈঠক শেষ হয় রাত ৯টায়। ২১ জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসায় রিভিউ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্বও করেন তিনি।

সন্ধ্যা সাড়ে ৬টায় মধ্যে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল বৈঠকে পৌঁছেন তবে নির্ধারিত সময়ে আসেননি রিভিউ কমিটির সদস্য ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। তিনি সন্ধ্যা ৭টার পর পৌঁছেন রেজাউল করিমের বাসায়। তবে তারা কি বিষয়ে আলোচনা হয়েছে মিডিয়ার কাছে প্রকাশ করেননি বৈঠকে একজনকে আহ্বায়ক করে ৪ সদস্যের কমিটির প্রস্তাবনা কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়। 

উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিরোধ মীমাংসায় ১৬ জানুয়ারি রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক বৈঠক হয়। বৈঠকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি-সম্পাদকের পাশাপাশি সহসভাপতি এবং যুগ্ম সম্পাদকদেরও ডাকা হয়।  

কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। সভা পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

তবে অসুস্থতার কারণে বৈঠকে উপস্থিত থাকতে পারেননি নগর আওয়ামী লীগের দুই সহসভাপতি ডা. আফসারুল আমিন চৌধুরী এমপি ও নুরুল ইসলাম বিএসসি। 

এদিকে বৈঠকে নগর আওয়ামী লীগের দুই সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাংসদ এমএ লতিফ উপস্থিত ছিলেন। নগরের জনপ্রতিনিধির হওয়ায় তাঁদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।

ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, অর্থ সম্পাদক ওয়াসিকা খান এমপি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সহসভাপতি খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ ডলফিন, সুনীল সরকার ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাধারণ সম্পাদক আ জ ম  নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র রেজাউল করিম চৌধুরী ও বদিউল আলম।

 

এসকেএইচ//