• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ১২:২৯ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৪, ২০২২, ১২:২৯ এএম

নানামুখী ষড়যন্ত্র হয়েছে : আইভী

নানামুখী ষড়যন্ত্র হয়েছে : আইভী
ফাইল ফটো

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নানামুখী ষড়যন্ত্র হয়েছে বলে মন্তব্য করেছেন টানা তৃতীয়বার নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

রোববার (২৩ জানুয়ারি) বিকেলে দেওভোগে জনকল্যাণ সংসদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মেয়র আইভী বলেন, ‘এবারের নাসিক নির্বাচনে নানামুখী ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছি। সব ষড়যন্ত্র মোকাবেলা করেছি। আপনারা আমার পাশে ছিলেন বলেই তা সম্ভব হয়েছে। আশা করি, এভাবে আমার পাশেই থাকবেন।’

আবারও নাসিকের মেয়র নির্বাচিত করায় নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আইভী। তিনি বলেন, ‘আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন মানুষের কল্যাণে সব ওয়ার্ডে কাজ করতে পারি। বরাবরের মতো দেওভোগের মুখ উজ্জ্বল করতে পারি।’

নাসিক মেয়র বলেন, ‘আগামী ৫ বছর যত বাধাই আসুক সব বাধা অতিক্রম করে আমি মানুষের কল্যাণে কাজ করবো। এই বাবুরাইলবাসীর সঙ্গে আমার বাবার আন্তরিক সম্পর্ক ছিল। তাই আপনারা আমাকে ভোট দেন, স্নেহ করেন, ভালোবাসেন। আমি মনে করি, ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।’

জনকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খবিরউদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন নাসিকের ১৬নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রিয়াদ হাসান, সাবেক কাউন্সিলর ওবায়দুল্লাহ, লেডিস ক্লাবের নেত্রী রোকসানা খবীর এবং মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল।

জাগরণ/এসএসকে/কেপি