• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০১৯, ০৪:৪৩ পিএম

ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট

ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট
বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা - ফাইল ফটো

 

ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা নির্ধারণ ও আগামী ৬ ফেব্রুয়ারি জাতীয় সংলাপের বিষয়ে আলোচনা করতে জরুরি বৈঠক বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকালে রাজধানীর মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক শুরু হয়েছে। 

আগামী ৬ ফেব্রুয়ারি জাতীয় ঐক্যফ্রন্টের জাতীয় সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা। এজন্য ফ্রন্ট ইতোমধ্যে জাতীয় প্রেসক্লাবের হলরুম বুকিংও দিয়েছে। তবে আরও একটু বড় পরিসরে জাতীয় সংলাপ করতে বড় জায়গায় পাওয়ার জন্য খোঁজ-খবর নিচ্ছে। যদি অন্য কোনো জায়গা পাওয়া যায় তাহলে সংলাপের স্থান পরিবর্তন হতে পারে।

বৈঠকে গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্ট আহ্বায়ক ড.কামাল হোসেন, বিএনপি মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্যর প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রুত চৌধুরী, ঐক্যফ্রন্ট নেতা ড. রেজা কিবরিয়া, প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান প্রমুখ উপস্থিত আছেন।

টিএস/বিএস