• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ১২:৩১ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩০, ২০২২, ১২:৩১ এএম

ঢাকা জেলা আওয়ামী লীগ

সভাপতি বেনজীর আহমেদ , সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন

সভাপতি বেনজীর আহমেদ , সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন
সভাপতি বেনজীর আহমেদ (বায়ে) ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি পদে ফের নির্বাচিত হয়েছেন বেনজীর আহমদ। তিনি আগের কমিটিতেও সভাপতি ছিলেন। বেনজীর আহমেদ ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য। আর সাধারণ সম্পাদক হয়েছেন পনিরুজ্জামান তরুন। 

শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন। 

পনিরুজ্জামান তরুন এর আগে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন তিনি। 

বেনজীর আহমদের জন্ম ধামরাইয়ের বৈন্যা গ্রামে। ১৯৬৯ সালে মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন বেনজীর। পরের বছর ওই কলেজে ছাত্রলীগের সভাপতি হিসেবে নেতৃত্ব দেন। ১৯৭৩ সালে সভাপতি হন ধামরাই থানা ছাত্রলীগের। 

পরবর্তীতে ছাত্রলীগের ঢাকা সদর উত্তর মহকুমার (গাজীপুর) সিনিয়র সভাপতি, ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক ছাত্রলীগের সহসভাপতি ও দুই বার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন তিনি। 

দু’বার ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি, দুই বার ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বেনজীর। ২০০৪ সালে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে এ দায়িত্বে রয়েছেন তিনি। বেনজীর আহমদ ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য।

রাজধানীর আগারগাঁওয়ের শের-ই-বাংলা নগরে বাণিজ্য মেলার পুরনো মাঠে প্রায় আট বছর পর ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। ঢাকা জেলার পাঁচটি উপজেলার ও সাতটি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন এ সম্মেলনে।

জাগরণ/রাজনীতি/আওয়ামীলীগ/কেএপি