• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২০, ১০:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৬, ২০২০, ১০:৫৮ পিএম

চট্টগ্রামে ওসিসহ ১৫ পুলিশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে ওসিসহ ১৫ পুলিশের বিরুদ্ধে মামলা

৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসীকে 'বন্দুকযুদ্ধে' হত্যার অভিযোগে কক্সবাজারের চকরিয়া থানার ওসি হাবিবুর রহমানসহ ১৫ পুলিশের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে। আদালত মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন সিআইডিকে।

রোববার (১৬ আগস্ট) পটিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহের আদালতে মামলাটি দায়ের করেন আহমদ নবী নামে একজন মুক্তিযোদ্ধা। তার বাড়ি পটিয়ার কচুয়াই গ্রামে।

তিনি অভিযোগ করেন, তার ভাগিনা মোহাম্মদ জাফর একজন ওমান প্রবাসী। তিনি কয়েকমাস আগে দেশে ফেরেন। গত ২৯ জুলাই চকরিয়া থানা পুলিশের একটি দল তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে ছেড়ে দেয়ার জন্য দাবি করে ৫০ লাখ টাকা। এ দিকে চকরিয়া থানা থেকে ফোন করে বারবার বলা হয় টাকা না দিলে ক্রসফায়ারে দেওয়া হবে। নিহতের পরিবার প্রাণভিক্ষা চাইলেও চকরিয়া থানা-পুলিশ তাদের কথায় কর্ণপাত করেনি। কিন্তু পরিবার তা দিতে না পারায় ৩০ জুলাই রাতে কথিত বন্দুকযুদ্ধে তাকে মেরে ফেলা হয় বলে অভিযোগ করা হয় মামলায়। এতে ওসি চকরিয়া, হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলামসহ ১৫ পুলিশ সদস্যকে আসামী করা হয়।

এম


 

আরও পড়ুন