• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২০, ০৪:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৭, ২০২০, ০৪:৫৮ পিএম

সিঙ্গাপুরে চার বাংলাদেশিসহ গ্রেপ্তার ৫

সিঙ্গাপুরে চার বাংলাদেশিসহ গ্রেপ্তার ৫

অভিবাসন সংক্রান্ত অপরাধের কারণে ৪ বাংলাদেশিসহ এক সিঙ্গাপুর নাগরিককে গ্রেপ্তার করেছে সিঙ্গাপুর অভিবাসন বিষয়ক কর্তৃপক্ষ ইমিগ্রেশন এন্ড চেকপয়েন্টস অথরিটি (আইসিএ)।

আইসিএ এক বিবৃতিতে জানিয়েছে, অভিবাসন সংক্রান্ত অপরাধের কারণে ৫ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৪ জন বাংলাদেশি। একজন সিঙ্গাপুরের নাগরিকও আছেন। তাদের বয়স ২৫ বছর থেকে ৫৭ বছরের মধ্যে।

জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার পরও তারা সিঙ্গাপুরে অবস্থান করছেন। তারা অভিবাসন বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আইসিএ।

গ্রেপ্তারকৃতরা যদি দোষী সাব্যস্ত হন তাহলে কমপক্ষে ৬ মাসের জেল অথবা সর্বোচ্চ ২ বছরের জেল দেওয়া হতে পারে। সঙ্গে ৬ হাজার ডলার জরিমানা করা হতে পারে বলে জানা গেছে।

এম

আরও পড়ুন

  • প্রবাস এর আরও খবর