• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০১৯, ০৮:০৯ পিএম

পিলখানা ট্র্যাজেডি

নিহতদের স্মরণে দোয়া কামনা

নিহতদের স্মরণে দোয়া কামনা


বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)  পিলখানা সদর দফতরে বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে দোয়া কামনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

মঙ্গলবার বিকেলে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, মঙ্গলবার বাদ আসর পিলখানা সদর দফতরের বিজিবি কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া কামনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, বিজিবি মহাপরিচালক, শহীদদের নিকটাত্মীয় ও অন্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারিতে তৎকালীন বিডিআর বিদ্রোহে (বর্তমানে বিজিবি) পিলখানা সদর দপ্তরে বর্বরোচিত হমলায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৬১ জন হত্যাকাণ্ডের শিকার হন। এ হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে দোয়া কামনা ও মিলাদ অনুষ্ঠিত হয়। 

এইচএম/আরআই