• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৮, ১০:০৩ এএম

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬০

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬০
কাবুলের আত্মঘাতী বোমা হামলা (ছবি সংগৃহিত)

 

মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব 'পবিত্র ঈদে-মিলাদুন্নবী' উদযাপন উপলক্ষে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সমাবেশে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত ও শতাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, বিশালিএই ধর্মীয় সমাবেশটিকে আগে থেকেই বীভৎস বোমাহামলার লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করা হয়েছিল।               

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের সময়ে হলের ভেতর বিখ্যাত কয়েকজন উলেমাসহ এক হাজার লোক ছিলেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরো জানান, বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত এবং শতাধিকেরও বেশি আহত হয়েছে।  সমাবেশের কেন্দ্রস্থলে এই হামলা চালানোর কারণেই হতাহতের পরিমাণ এত বেশি।

আফগান বিশিষ্ট আলেম আহমেদ ফাহিম আহত অবস্থায় হাসপাতাল যাওয়ার পথে সাংবাদিকদের বলেন, ‘আমি বিস্ফোরণটি শুনেছি, আমি আমার চাচাতো ভাইকে সেখানে থেকে সরিয়ে আনার চেষ্টা করেছিলাম।  সে গুরুতর আহত ছিল।  কিন্তু যখন আমি এখানে এসেছি, তখন বুঝতে পেরেছিলাম যে আমিও আহত।

প্রেসিডেন্ট আশরাফ ঘানি এই জঘন্য হামলার নিন্দা করেছেন।  তিনি আজ বুধবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন।  আফগানিস্তানের সর্বত্র এবং কূটনৈতিক মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।  

এস_খান/ এফসি