• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ২৮, ২০১৯, ০৮:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৯, ২০১৯, ০৪:৪১ এএম

লেখা ও ছবি

এফ আর টাওয়ারের আগুন ও উদ্ধার কার্যক্রম 

এফ আর টাওয়ারের আগুন ও উদ্ধার কার্যক্রম 
আগুন নিয়ন্ত্রণে আনা চেষ্টা করছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর হেলিকপ্টার

 

বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে আগুন লাগে বৃহস্পতিবার (২৮ মার্চ) পৌনে ১টায়। তারপর থেকে আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ করে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস সদস্যরা। ওই ভবনটির নবম তলায় আগুন শুরু হওয়ার পর অনেকে আতঙ্কে ওপরের তলাগুলোয় আশ্রয় নেন। কেউ কেউ ছাদে উঠে পাশের ভবনে গিয়ে নামার চেষ্টা করেন। আগুন থেকে বাঁচতে বেশ কয়েকজন টাওয়ার থেকে লাফও দেন। কয়েকজনকে ভবনের পাশে থাকা তার ধরে নিচে নামতে গিয়ে পড়ে যান। আগুন আতঙ্কে কেউ কেউ ছাদে উঠে পাশের ভবনে গিয়ে নামার চেষ্টা করেছেন। কয়েকজন বিভিন্ন ধরনের তার বেয়ে নিচে নামার চেষ্টা করেছেন। যারা ভবনটির ভেতরে আটক পড়েছিলেন তারা ভাঙা কাঁচের ভেতর দিয়ে হাত বের করে সহযোগিতা চেয়েছেন। এখন দেখে নিন আলোচিত্রে বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডের চিত্র। 

 

।। ছবি তুলেছেন ● কাশেম হারুন 

 

হাত তুলে আল্লাহের সাহায্য চাইছেন আগুনের ঘটনায় আটকেপড়া এক স্বজন 

 

আগুন নেভাতে ফায়ার সার্ভিস কমীদের প্রাণান্তর চেষ্টা

 

ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সর্বনাশা আগুন

 

আগুন থেকে বাঁচতে বেশ কয়েকজন টাওয়ার থেকে লাফও দেন

 

আটকেপড়া এক সন্তানের জন্য মায়ের আহাজারি

 

ক্রেন দিয়ে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে আটপড়াদের

 

স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে উঠানো হচ্ছে এক আহত ব্যক্তিকে

 

আহতদের দ্রুত হাসপাতালে নিতে অ্যাম্বুলেণ্সের সারি

 

উদ্ধার হওয়া এক ব্যক্তির কান্না

 

একদিকে চলে আগুন নেভানোর কাজ অন্যদিকে উদ্ধার

 

আটকেপড়াদের উদ্ধার করে নামিয়ে আনা হচ্ছে

 

উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি ছিল সেনাবাহিনীও

 

ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা

 

 

উদ্ধার তৎপরতা দেখতে ঘটনাস্থলে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণের সাঈদ খোকন
হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আহতদের

 

রাতে চলছে উদ্ধার তৎপরতা

এসএমএম