• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০১৯, ০৮:২০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৫, ২০১৯, ০৩:০৮ এএম

ছবি ও লেখা

জায়ানের বিদায় যাত্রা

জায়ানের বিদায় যাত্রা
জায়ান চৌধুরীকে সবাই যাতে দেখতে পান সেজন্য বড়পর্দার ব্যবস্থা করা হয়

জায়ান চৌধুরী। খুব বেশি বয়স নয়। মাত্র ৮। এই আটে থেমে গেছে তার প্রাণ-প্রদীপ। থেমে গেছে বললে ভুল হবে, নিভিয়ে দেয়া হয়েছে, থামিয়ে দেয়া হয়েছে এই অবুঝ শিশুটির প্রাণ। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে গত রোববার (২১ এপ্রিল) সন্ত্রাসীদের বোমা হামলায় সে নিহত হয়। জায়ান আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি ও মশিউল হক চৌধুরী-শেখ সোনিয়া দম্পতির সন্তান। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে জায়ানের মরদেহ কলম্বো থেকে ঢাকায় এসে পৌঁছায়। বিকেলে বনানী কবরস্থানে সমাহিত করা হয়। 

লেখা ও ছবি কাশেম হারুন

 

এসএমএম