• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ১৮, ২০১৯, ০৫:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২০, ২০১৯, ০৪:৫০ পিএম

লেখা ও ছবি

নান্দনিক বৃক্ষমেলা

নান্দনিক বৃক্ষমেলা

পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরতে ১৯৯৩ সাল থেকে আয়োজন করা হচ্ছে জাতীয় বৃক্ষমেলা। তারই ধারাবাহিকতায় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে এবারও আয়োজন করা হয়েছে জাতীয় বৃক্ষমেলা। রাজধানীর শেরেবাংলা নগরে আন্তর্জাতিক বাণিজ্যমেলা মাঠে চলছে এই বৃক্ষমেলা। মেলায় দেশের চেয়ে বিদেশি ফলের গাছই বেশি। নানা জাতের ক্যাকটাস, অর্কিড ও পাতাবাহার পাওয়া যাচ্ছে মেলায়। লাখ টাকার বনসাইও মিলছে মেলায়। সৌদি আরবের খেজুর চারাও মিলছে। তবে তা কিনতে গুনতে হবে লাখ টাকা। থাই আমলকির চারারও দামও লাখের ওপরে। তবে কেনার চেয়ে গাছ দেখায়ই আগ্রহ বেশি দর্শনার্থীর। ‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’ স্লোগান ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী এই বৃক্ষমেলায় মেলায় মোট ১০৪টি স্টল রয়েছে। এর মধ্যে সরকারি ৬ প্রতিষ্ঠানের ১২টি স্টল। বেসরকারি সংস্থা ও ব্যক্তি মালিকানাধীন নার্সারির স্টল ৯০টি স্টল। মেলা চলবে ২০ জুলাই পর্যন্ত।

.................................

লেখা ও ছবি  কাশেম হারুন

ফুলের চারা দেখছেন দুই দর্শনার্থী

ব্র্যাক নার্সারির স্টল

বট-পাকুড়ের বনসাই

নানা জাতের ক্যাকটাস

ইক্ষুগাছ

মাল্টা গাছ দেখছে ছোট শিশুরা

লাল-সাদা-হলুদ রঙের গোলাপ-জারভেরা ফুলের রাজ্যে এক শিশু

আনারস

ফল গাছ

লাল টুকটুকে ফুল

বিভিন্ন প্রজাতির কাঠ গাছের চারা

 পাকা করমচা

গাছ দেখছেন দু’জন দর্শনার্থী

সবুজ কলা দেখেছেন, হলুদ কলা দেখেছেন এবার দেখেন লাল কলা

আমের কলমচারা

বরিশাল নার্সারির স্টলে খেজুর, লাল জামরুলসহ বিভিন্ন ফল-ফলজ চারা

ঝুলন্ত লতা-পাতা

চালতা গাছ দেখছেন দুই দর্শনার্থী

ড্রাগন ফল

বনসাই

ফুলগাছ

ক্যাকটাস

ফণিমনসা জাতীয় গাছ

বাহারি অর্কিড

অর্কিড, ক্যাকটাসহ নানা জাতের গাছ-গাছড়া

কৃত্রিম সুন্দরবন

এসএমএম