• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৩, ২০১৯, ১০:৫৪ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩১, ২০১৯, ০৮:১১ পিএম

হজে গিয়ে মা হলেন ৮ নারী

হজে গিয়ে মা হলেন ৮ নারী
মক্কায় জাবাল আল রাহমা হাসপাতালে জন্ম নেয়া নবজাতক আরাফাত

সৌদি আরবের মক্কায় হজ করতে গিয়ে সন্তান জন্ম দেয়ার সৌভাগ্য অর্জন করলেন ৮ নারী। মক্কা এবং মিনার হাসপাতালে এটিই ছিল হজের মধ্য রেকর্ড সংখ্যক শিশু জন্ম দেয়ার ঘটনা।

আরব নিউজ জানায়, মক্কার মা ও শিশু হাসপাতালে ৫টি শিশু, আরাফাতে ২টি এবং মিনায় ১টি শিশু জন্ম গ্রহণ করা খবর নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ। নারী হাজিদের তত্ত্বাবধানে হজের দ্বিতীয় দিন আরাফাতের ময়দানে ২ শিশুর জন্ম হয়।

সদ্য মা হওয়া নারীদের একজন ২৩ বছর রয়সী মায়মুনা আলী। আরাফাতের ময়দানে স্বামীর সঙ্গে হজের আনুষ্ঠানিকতা পালনের সময় তার প্রসব বেদনা উঠে। পরে ইস্ট আরাফাত হাসপাতালে নিলে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। তারা নবজাতক পুত্রের নাম রাখেন মোহাম্মদ সালমান। সৌদি বাদশাহর সম্মানে তারা শিশুটির এ নাম রাখেন।
 

মা হওয়া অপর এক ৪০ বছর বয়সী লিবিয়ান নারী জাবাল আল রাহমা হাসপাতালে সন্তান প্রসব করেন। তিনি আরাফাত ময়দানের নামে নবজাতক পুত্রের নামকরণ করেন।

হজ করতে এসে শিশুপুত্রের বাবা হতে পেরে ওই নারীর স্বামী আহসান ইউসুফ আনন্দ প্রকাশ করেন। সেই সঙ্গে হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এইচ এম/ একেএস

আরও পড়ুন