• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ০২:১৪ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০১৯, ০৮:১১ পিএম

মণ্ডপে নিরাপত্তা দেবে আইন-শৃঙ্খলাবাহিনীর সাড়ে ৩ লাখ সদস্য

মণ্ডপে নিরাপত্তা দেবে আইন-শৃঙ্খলাবাহিনীর সাড়ে ৩ লাখ সদস্য

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আসন্ন শারদীয়া দুর্গাপূজায় ৩১ হাজার ১০০ মণ্ডপে নিরাপত্তা দেবে আইন-শৃঙ্খলা বাহিনীর সাড়ে ৩ লাখ সদস্য।

তিনি বলেছেন, রাজনৈতিক দলের মতো পুলিশেও শুদ্ধি অভিযান চলমান। সকল অপরাধের বিষয়ে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। কাউকেই ছাড় দেয়া হবে না।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজার আইন-শৃঙ্খলা নিয়ে আযোজিত বিশেষ বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সদ্য সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পাওয়া মোস্তফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শকসহ আইন- শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারদীয় দূর্গা পুজা আসন্ন। আমরা আজ এই পুজা উৎসব নির্বিঘ্নে উদযাপনে বিষয়ে বৈঠকে বসেছিলাম। বৈঠকে নানা প্রসঙ্গ উঠে এসেছে। 

তিনি বলেন, এবার মোট পুজা মণ্ডপ ৩১,১০০টি। গত বছরের চেয়ে এবার ১০০০ মণ্ডপ বেড়েছে। এই পুজা মণ্ডপের নিরাপত্তায় এবার সার ৩ লাখ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, রাজনৈতিক দলের মত পুলিশেরও শুদ্ধি অভিযান চলমান আছে। আপনারা দেখেছেন, একজন ডিআইজি পদ মর্যাদার কর্মকর্তা আটক হয়ে কারাগারে আছেন। সংসদ সদস্য, জনপ্রতিনিধি, দলীয় নেতা কাউকেই ছাড় দেয়া হচ্ছে না।

এমএএম/এসএমএম/একেএস