• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১১, ২০১৯, ০৯:১৩ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১১, ২০১৯, ০৯:১৩ এএম

ঈদে মিলাদুন্নবী পালিত

ঈদে মিলাদুন্নবী পালিত
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রোববার (১০ নভেম্বর) ইসলামী শোভাযাত্রা বের করা হয় রাজধানীতে-ছবি : ইউএনবি

মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে রোববার (১০ নভেম্বর) যথাযথ ধর্মীয় মার্যাদার সাথে সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।

মানবতার মুক্তির বার্তা নিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের ১২ তারিখে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন।

দিনটি উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা ও কোরআন খতমসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, মসজিদ ও মাদ্রাসা।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনে আসর নামাজের পর মিলাদ মাহফিলের আয়োজন করে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রতিমন্ত্রী, হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন বিশ্বদ্যিালয়ের ভিসি, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, সংসদ সদস্য, সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক নেতা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা মাহফিলে উপস্থিত ছিলেন।

এসএমএম