• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৯, ০৭:০১ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৪, ২০১৯, ০৭:০১ পিএম

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১০ জানুয়ারি থেকে

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১০ জানুয়ারি থেকে
বিশ্ব ইজতেমা-ফাইল ছবি

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে। ১০, ১১ ও ১২ জানুয়ারি প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে। চারদিন বিরতি দিয়ে ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইতজেমা অনুষ্ঠিত হবে।

প্রথম পর্বের শেষ দিন ১২ জানুয়ারি ও দ্বিতীয় পর্বের শেষ দিন ১৯ জানুয়ারি উভয় পর্বে মুসলিম জাহানের সুখ, শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে ৫০তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে প্রথম পর্ব বাস্তবায়নের কর্মী ইজতেমার মুরুব্বি মামুনুর রশীদ একথা জানান।

ইজতেমা আয়োজক কমিটি সূত্র জানায়, গত ৪ নভেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ প্রস্ততি কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গাজীপুর-২ আসনের এমপি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রস্তুতি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন।

এসএমএম