• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০১৯, ০৮:০১ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৮, ২০১৯, ০৮:০১ পিএম

৫৬তম বিশ্ব ইজতেমার প্রথমপর্ব ১০-১২ জানুয়ারি

৫৬তম বিশ্ব ইজতেমার প্রথমপর্ব ১০-১২ জানুয়ারি

৫ জানুয়ারি (রোববার) মধ্যেই বিশ্ব ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার জয়নুল বারী।

শনিবার (২৮ ডিসেম্বর) বিশ্ব ইজতেমার প্রস্তুতির কাজ পরিদর্শনে এসে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে আগামী ১০ জানুয়ারি (শুক্রবার) শুরু হচ্ছে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথমপর্ব। এরই মধ্যে পুরো দমে চলছে ইজতেমার প্রস্তুতির কাজ। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাঠের অধিকাংশ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। চলছে ময়দানে বিদ্যুৎ সংযোগ, রাস্তা সংস্কারসহ অন্যান্য কাজ।

ঢাকা বিভাগীয় কমিশনার জয়নুল বারী সকালে ইজতেমার প্রস্তুতি দেখতে ইজতেমা মাঠ পরিদর্শন করেন। এ সময় গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএমএম

আরও পড়ুন