• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২০, ০৭:২৬ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১০, ২০২০, ০৭:২৬ পিএম

বিশ্ব ইজতেমায় ৫ মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমায় ৫ মুসল্লির মৃত্যু
ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায় করছেন মুসল্লিরা  -  ছবি : জাগরণ

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল পর্যন্ত ৫ মুসল্লি মারা গেছেন। তাদের সবাই বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার ভোরে সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার পাটাগ্রামের মৃত আমির শেখের ছেলে খোকা মিয়া ( ৬০), চট্টগ্রাম জেলার কটিয়া থানা এলাকার খইগ্রামের গোড়া মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৭০) ও নওগাঁ জেলার আত্রাই থানার পাইকরা বড়বাড়ি গ্রামের মৃত সোলাইমানের ছেলে শহীদুল ইসলাম (৫৫) নামের তিন মুসল্লি মারা গেছেন।

এছাড়া রাজশাহী জেলার বনকিশোর গ্রামের আব্দুর রাজ্জাক (৭০) ইজতেমা ময়দানে হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার বিকাল ৪টায় মারা যান।

এর আগে বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার লাখিরপাড় গ্রামের মৃত হাসেম আলীর ছেলে এয়াকুব শিকদার (৭৫) মারা যান। 

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক মুসল্লি দগ্ধ

শুক্রবার জুমার নামাজের পর ইজতেমা ময়দানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মো. শহীদ (৭৫) নামের এক মুসল্লি দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

এনআই

আরও পড়ুন