• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২০, ০৮:৫০ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৭, ২০২০, ০৮:৫০ এএম

আম বয়ানে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু 

আম বয়ানে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু 
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা - ফাইল ছবি

আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে আজ শুক্রবার (১৭ জানুয়ারি) শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব। আগামী রোববার (১৯ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ২০২০ সালের বিশ্ব ইজতেমা।

টঙ্গীর তুরাগ তীরে জড়ো হয়েছেন মুসল্লিরা। ইজতেমা ময়দানসহ টঙ্গী আব্দুল্লাহপুরের আশপাশের এলাকায় মুসল্লিদের ভীড় বাড়ছে। ফজরের নামাজের পর শুরু হয়, ইজতেমার আনুষ্ঠানিকতা। সকালে ভারতের প্রখ্যাত আলেম আম বয়ান করেছেন। তা অনুবাদ করে ইজতেমা ময়দানে প্রচার করা হচ্ছে। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আছর নামাজের পর থেকে শুরু হয় দ্বিতীয় পর্বের প্রাক প্রস্তুতি বয়ান। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মতোই কঠোর নিরাপত্তাব্যবস্থা রয়েছে দ্বিতীয় পর্বেও।

এরইমধ্যে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি শুরু হয়েছে। দ্বিতীয় পর্বের ইজতেমার আয়োজক তাবলিগ জামাতের সাবেক আমির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

এফসি