• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২০, ০৯:৪০ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৮, ২০২০, ০৯:৪০ এএম

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ

টঙ্গীর তুরাগপাড়ে চলছে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বাদ ফজর থেকে শুরু হয়েছে দ্বিতীয় দিনের কার্যক্রম। বিশ্ব ইজতেমায় অংশ নেয়া দেশি-বিদেশি মুসল্লিরা নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন। বসে বসে বয়ান শুনছেন, অনেকে জিকির-ইবাদতে মশগুল। 

শনিবার (১৮ জানুয়ারি) দ্বিতীয় দিনেও টঙ্গীর আশপাশ থেকে অনেকে এসে ময়দানে জড়ো হচ্ছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

মাঠের হিসাব অনুযায়ী শুক্রবার দুপুর পর্যন্ত ৩১ দেশের ১ হাজার ৪৪১ জন বিদেশি মুসল্লি ইজতেমায় যোগ দিয়েছেন। আয়োজকদের দাবি প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। 

রোববার (১৯ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারকারের বিশ্ব ইজতেমা।

আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গীতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণসহ নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

গত দুই দিনে ইজতেমায় বার্ধক্যসহ নানা কারণে মারা গেছেন ৫ মুসল্লি।

এসএমএম

আরও পড়ুন