• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৮, ২০২০, ০৩:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৮, ২০২০, ০৩:৫৬ পিএম

২৩ জুন থেকে হজ ফ্লাইট শুরু : ধর্মপ্রতিমন্ত্রী

২৩ জুন থেকে হজ ফ্লাইট শুরু : ধর্মপ্রতিমন্ত্রী

কোভিড-১৯ (করোনাভাইরাস) কারণে সৌদি সরকারের ওমরাহ ভিসা বন্ধের সিদ্ধান্ত সাময়িক। এতে মূল হজে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

রোববার (৮ মার্চ) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী নির্ধারিত সময়ে হজ যাত্রীদের নিবন্ধন করার আহবান জানান।

তিনি বলেন, বিলম্ব হলে হজে যাওয়া সম্ভব হবে না। ২৩ জুন (মঙ্গলবার) থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার যাত্রীর কোটা বৃদ্ধি হয়েছে। সে অনুযায়ী এবার সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন ১ লাখ ২০ হাজার মুসল্লি।

এসএমএম