• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ২২, ২০২০, ০২:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ২২, ২০২০, ০২:৫৮ পিএম

পবিত্র জুমাতুল বিদা অনুষ্ঠিত

পবিত্র জুমাতুল বিদা অনুষ্ঠিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে।

এ বছর করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবের কারণে এক ভিন্ন প্রেক্ষাপটে রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা আদায় করলেন মুসল্লিরা। জুমার নামাজ আদায় করতে আগেভাগেই মসজিদগুলোতে জড়ো হন মুসল্লিরা।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ পাড়া মহল্লার মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করেছেন।

তবে করোনা পরিস্থিতির কারণে এবার জুমাতুল বিদায় মুসল্লিদের উপস্থিতি কিছুটা কম ছিল। নামাজ শেষে করোনাভাইরাস থেকে থেকে দ্রুত মুক্তি চেয়ে আল্লাহর কাছে বিশেষ দোয়া করা হয়।

তাছাড়া, মুসলিম উম্মাহর শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। সেই সাথে দিনটি আল-কুদস দিবস হিসেবেও পালিত হয়।

এসএমএম

আরও পড়ুন