• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২০, ১০:২৬ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৮, ২০২০, ১১:৩৪ পিএম

টাইগারদের লঙ্কা যাত্রা পিছিয়ে গেল

টাইগারদের লঙ্কা যাত্রা পিছিয়ে গেল

আগামী ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা থাকলেও তা কয়েকদিনের জন্য পিছিয়ে যাচ্ছে। টাইগাররা কবে লঙ্কায় যাত্রা করবে, তা এখনো নির্ধারিত হয়নি।

মঙ্গলবার (১৮ আগস্ট) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ২১ সেপ্টেম্বর থেকে ক্রিকেটাররা দলগত অনুশীলন শুরু করবে।

তিনি বলেন, ক্রিকেটাররা ২০ সেপ্টেম্বর হোটেলে উঠবে। এর আগে ১৮ সেপ্টেম্বর বাসায় গিয়ে তাদের করোনা পরীক্ষা করানো হবে। ১৪ দিনের কোয়ারেন্টাইনে তারা থাকবে না। 

এদিকে আজও মিরপুরে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন অব্যাহত ছিল। যদিও বোলারদের কোনো অনুশীলন ছিল না। মাঠে এসেছিলেন মুশফিকুর রহিম। ব্যাটিং প্র্যাকটিস আর রানিং এর পাশাপাশি উইকেট কিপিং গ্লাভস হাতে তুলে নিয়েছিলেন তিনি। ইনডোরে ব্যাটিং করেছেন সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন। এরপর মাঠে রানিংও করেন তারা। তবে অনুশীলন করেননি তামিম ইকবাল। দেশের অন্য কোনো ভেন্যুতে আজ খেলোয়াড়দের কোনো অনুশীলন ছিল না।

এসইউ