• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২০, ১২:৪৩ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১০, ২০২০, ১২:৪৩ এএম

হজের প্রাক নিবন্ধন সারা বছর

হজের প্রাক নিবন্ধন সারা বছর

হজের প্রাক নিবন্ধন কার্যক্রম সারা বছর চালু থাকবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আগের দিন বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়, ‘আগামী বছর হজে যেতে ইচ্ছুকদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রাক নিবন্ধন করতে হবে।’ বুধবার ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই খবর সঠিক নয়।

বিজ্ঞপ্তিতে এ দাবি করা হলেও গত মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নোটিশে জানানো হয়েছিল, ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রাক নিবন্ধন করতে হবে। বুধবার রাতে ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, তখন পর্যন্ত নোটিশটি রয়েছে। এতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রাক নিবন্ধন আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে।’

করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে এ বছর হজে সীমিত সংখ্যক হাজি অংশ নেন। করোনা পরিস্থিতির উন্নতিতে আশা করা হচ্ছে, আগামী বছরের হজে স্বাভাবিক সময়ের মতো হাজিরা অংশ নিতে পারবেন। গত বছর চূড়ান্ত নিবন্ধন করেও যারা হজে যেতে পারেননি, তারা আগামী বছর অগ্রাধিকার পাবেন। যারা নিবন্ধন বাতিল করে টাকা ফেরত নিয়েছেন, তাদের আগামী বছর হজে যেতে চাইলে ফের প্রাক নিবন্ধন করতে হবে।

কেএপি

আরও পড়ুন