• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ৮, ২০১৯, ১১:৪৭ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৩, ২০১৯, ০৯:১৬ পিএম

মালয়েশিয়ায় দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু, বাংলাদেশি থাকার আশঙ্কা

মালয়েশিয়ায় দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু, বাংলাদেশি থাকার আশঙ্কা


মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাত্রীবাহী বাস উল্টে ১০ জন  নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৪ জন। নিহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিদের সূত্রে। তবে এ ব্যাপারে কর্তৃপক্ষের তরফে নিশ্চিত কিছু জানা যায়নি।

মালয়েশিয়ার স্থানীয় সময় রোববার রাত ১১টা ১০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেইট টাইমস।

পত্রিকাটির অনলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই বাসে ৪৩ জন যাত্রী ছিলেন। তাদের  সবাই শ্রমিক। কুয়ালালামপুরের কে এল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে এমএএস কার্গো কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

তবে কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার শহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনায় নয়জন নিহতের বিষয়টি তিনি জানেন। তবে এদের মধ্যে বাংলাদেশি আছে কি না, তা জানতে দূতাবাসের তরফে হাসপাতালে লোক পাঠানো হয়েছে।

আরআই

  • প্রবাস এর আরও খবর