• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৯, ২০১৯, ০৪:১৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৩, ২০১৯, ০৯:৩৭ পিএম

অটোমেটিক ওয়েদার স্টেশন স্থাপনে চুক্তি স্বাক্ষর

অটোমেটিক ওয়েদার স্টেশন স্থাপনে চুক্তি স্বাক্ষর
অটোমেটিক ওয়েদার স্টেশন স্থাপনে স্থানীয় সরকার, এলজিআরডি’র স্থানীয় সরকার বিভাগ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হচ্ছে 


কৃষিভিত্তিক স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণাগার (অটোমেটিক ওয়েদার স্টেশন) স্থাপনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) স্থানীয় সরকার বিভাগ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 

এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভুইয়া নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এলজিআরডি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রকল্পটি ১৪ ফেব্রুয়ারি ২০১৭ সালে একনেক সভায় অনুমোদিত হয়। এতে ব্যয় হবে ৫২০ কোটি ১৫ লাখ টাকা।

এমএএম/আরআই