• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২০, ০৬:২১ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৯, ২০২০, ০৬:২১ পিএম

অধিবর্ষে গুগলের ডুডল

অধিবর্ষে গুগলের ডুডল
ডুডল ● ইন্টারনেট

বিশেষ ডুডল প্রকাশ করে অধিবর্ষকে (লিপ ইয়ার) উদযাপন করছে গুগল। ২৯ ফেব্রুয়ারিকে উদযাপনে প্রতিষ্ঠানটি এ বিশেষ লোগো প্রকাশ করা হয়।

প্রতি চার বছর পর ফেব্রুয়ারি মাস ২৮ দিন থেকে বেড়ে ২৯ দিনে হয় এবং বছরে দিনের সংখ্যা ৩৬৫ থেকে বেড়ে হয় ৩৬৬ দিন।

ডুডল পেজে বলা হয়, ‘‘চার বছর পর পর অধিবর্ষে ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়। পৃথিবী ও সূর্যের সঙ্গে আমাদের ক্যালেন্ডারের মিল রাখতেই আজকের ডুডল। অধিবর্ষ দিনটি সবার ভালো কাটুক।’’

বিশেষ দিন, বিশেষ ঘটনা, অর্জন বা বিখ্যাত কোনও ব্যক্তির জন্ম-মৃত্যুবার্ষিকী স্মরণ করতে গুগলের হোম পেজে তাদের লোগোর পরিবর্তে যে লোগো ব্যবহার করে সেটাই ‘ডুডল’ নামে পরিচিত।

গুগলের হোমপেজে তাদের নিজস্ব লোগোর পরিবর্তে ওইদিন প্রকাশ করা হয় ডুডল। গুগলের প্রথম ডুডল দেয়া হয় ১৯৯৮ সালের ৩০ আগস্ট।

এসএমএম