• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২০, ০৩:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৫, ২০২০, ০৩:৩৯ পিএম

সংক্রমণ এলাকার তথ্য মিলবে করোনা আইডেন্টিফায়ার অ্যাপে

সংক্রমণ এলাকার তথ্য মিলবে করোনা আইডেন্টিফায়ার অ্যাপে
সংগৃহীত ছবি

করোনাভাইরাসের প্রকোপে গোটা বিশ্বের মতোই স্থবির বাংলাদেশও। মানুষকে ঘরে রাখতে কয়েক দফায় বাড়ানো হয়েছে সাধারণ ছুটি। প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকা লকডাউনের আওতায় নেয়া হচ্ছে।

প্রাণঘাতী ভাইরাসের ভয় দূর করে সচেতনতা তৈরির পাশাপাশি আশপাশের আক্রান্তের তথ্য জানতে তৈরি করা হয়েছে করোনা আইডেন্টিফায়ার নামে অ্যাপ। নির্মাতা প্রতিষ্ঠান রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড জানায়, এর ফিচারে যুক্ত আছে সংক্রমণ নিশ্চিতকরণ প্রক্রিয়াও।

প্রাথমিকভাবে সরকারি মোবাইল সেবা প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে অ্যাপটির হার্ডওয়্যার সহযোগিতা এবং পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী জানান, ডিজিটাল প্রযুক্তির বহুল ব্যবহারের অন্যতম খাত স্বাস্থ্যসেবা। বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তির যথাযথ ব্যবহারের সফলতা এরই মধ্যে বিশ্বের কয়েকটি দেশে প্রমাণিত।

আগামী সাতদিনের মধ্যে অ্যাপটি গুগল প্লে স্টোরে আপ করা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।

সংশ্লিষ্টরা বলছেন, চলমান সঙ্কট থেকে জনগণকে উত্তরণের জন্য ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের প্রয়াস হিসেবে নেয়া হয়েছে এ উদ্যোগ। চ্যানেলটোয়েন্টিফোর।

এসএমএম

আরও পড়ুন