• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৯, ২০২০, ০৬:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৯, ২০২০, ০৬:৩৯ পিএম

দেশে যে কারণে ইন্টারনেটে ধীরগতি

দেশে যে কারণে ইন্টারনেটে ধীরগতি

দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের পাওয়ার ক্যাবল কাটা পড়ায় দেশে ইন্টারনেটের গতি কমে গেছে। রোববার সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৫) ল্যান্ডিং স্টেশনের প্রায় তিন কিলোমিটার দূরে এই পাওয়ার ক্যাবল কাটা পড়ে।

জানা গেছে, পটুয়াখালীর কুয়াকাটার মাইটভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে। যার ফলে সকাল থেকেই গতি অর্ধেকে নেমে গেছে বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

আইএসপিএবি'র সভাপতি আমিনুল হাকিম জানান, সাবমেরিন ক্যাবল-২ এর মূল ক্যাবল নয় বরং পাওয়ার ক্যাবল কাটা পড়েছে। ফলে রিপিটারে বিদ্যুৎ যাচ্ছে না। আর তাই ব্যান্ডউইথ পেতে সমস্যা হচ্ছে। সাবমেরিন ক্যাবল-১ ও আইটিসি দিয়ে আপাতত কাজ চালানো হচ্ছে। এতে ইন্টারনেটের গতি প্রায় ৪০-৫০ শতাংশ কমে গেছে।

এদিকে বিএসসিসিএল জানিয়েছে, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় রাত ৯টার আগ পর্যন্ত এই গতি স্বাভাবিক হওয়ার সুযোগ নেই। ল্যান্ডিং স্টেশন এলাকায় খারাপ আবহাওয়া থাকায় পাওয়ার ক্যাবল মেরামতে সময় লাগছে।

উল্লেখ্য, বর্তমানে দেশে এক হাজার ৭৫০ গিগাবাইট পার সেকেন্ড ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে। যার অর্ধেকের বেশি আসে এই দ্বিতীয় সাবমেরিন ক্যাবল দিয়ে।

এম