• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৮, ১২:০৮ পিএম

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর  নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের

 

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নিয়ন্ত্রণ বুঝে পেল বাংলাদেশ কমিউনেকশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)।  উৎক্ষেপণের ছয় মাসের মাথায় এই স্যাটেলাইটের পুরোপুরি রক্ষণাবেক্ষণ, পরিচালনাসহ সব দায়িত্ব এখন বাংলাদেশের।

শুক্রবার রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে অবস্থিত বিসিএসসিএল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইটের নিয়ন্ত্রণ বুঝিয়ে দেয় ফ্রান্সের কোম্পানি থ্যালেস অ্যালিনিয়া স্পেস।  প্রতিষ্ঠানটির প্রোগ্রাম ম্যানেজার জিল অবাদিয়া বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হকের কাছে ট্রান্সফার অব টাইটেল হস্তান্তর করেন।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আজকের দিনটি দেশের মানুষের জন্য স্মরণীয়।  এ স্যাটেলাইট কতদিনে লাভজনক হবে তার চেয়ে গুরুত্বপূর্ণ এটি বাংলাদেশের একটি অর্জন, একটি গর্বের বিষয়।

 গত ১২ মে বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট।

স্যাটেলাইটের ৪০টি ট্রান্সপন্ডার আছে, যা ২০টি দেশের মধ্যে ব্যবহার করা হবে। আর বাকি ২০টি ভাড়া দেওয়া হবে বিদেশে।

 প্রায় ৩ হাজার কোটি টাকা খরচ করে বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ তৈরি করা।  এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হয়।

গাজীপুরের তেলিপাড়া এলাকায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রধান গ্রাউন্ড স্টেশন অবস্থিত। আর এর সাপোর্টিং গ্রাউন্ড স্টেশন রাঙামাটিতে।

টিএফ/এফসি