• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৩, ২০২১, ০২:৫০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৩, ২০২১, ০২:৫৩ পিএম

পৃথিবীর কাছ দিয়ে ঘুরে গেল গ্রহাণু!

পৃথিবীর কাছ দিয়ে ঘুরে গেল গ্রহাণু!

মহাকাশে প্রতিনিয়ত ছুটে চলেছে অসংখ্য গ্রহাণু। প্রতি ক্ষণে চলছে শুধু যাওয়া-আসা। ছোট-বড় গ্রহাণু তাদের গতিপথও পাল্টে নিচ্ছে। এর মধ্যেই পৃথিবীর খুব কাছ দিয়ে যাওয়ার দৌড়ে রয়েছে বেশ কয়েকটি গ্রহাণু। 

নাসা জানায়, ১ জুন পৃথিবীর খুব কাছে ঘেঁষে গেছে একটি গ্রহাণু, যার নাম ২০২১-কেটিওয়ান (2021 KT1)। গ্রহাণুটি মাপে আইফেল টাওয়ার থেকেও বড়।

মহাকাশ বিচরণ নিয়ে নানা খবর জানায় নাসা। প্রায় ২৬ হাজার গ্রহাণুর ওপরে রয়েছে তাদের নজরদারি। এই গ্রহাণুটি নিয়েও জানিয়েছে বিস্তারিত। নাসা জানায়, গ্রহাণুটির ব্যাস ৪৯২ ফুট থেকে ১০৮২ ফুটের মধ্যে। যার গতিপথ ছিল ঘণ্টায় ৬৪ হাজার ৩৭৪ কিলোমিটার।

নাসা আরও জানায়, পৃথিবীর খুব কাছ থেকে ঘেঁষে যাওয়া এই গ্রহাণুটি বিপদের সংকেত হতে পারত। পৃথিবীর গায়ে এই গ্রহাণুটি ধাক্কা দিলে হতে পারত মহাবিপদ।