• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ১১:০৯ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৯, ২০২১, ১১:০৯ এএম

অফলাইনেও গুগল ড্রাইভ

অফলাইনেও গুগল ড্রাইভ

নতুন আপডেট আসছে গুগল ড্রাইভে। এত দিন শুধু অনলাইন থাকলে তবে গুগল ড্রাইভ অ্যাকসেস করা যেত, কিন্তু এবার তাতে আসছে পরিবর্তন। অফলাইনেও ব্যবহার করা যাবে গুগল ড্রাইভ।

বর্তমানে নেট ব্যবহারকারীর বেশিরভাগই গুরুত্বপূর্ণ ফাইল সেভ করে রাখেন গুগল ড্রাইভে। তাতে সুবিধা বেশ কিছুটা বেশি। কারণ কোনও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য কম্পিউটার বা হার্ড ডিস্ক বা পেন ড্রাইভ ব্যবহার করার প্রয়োজন নেই। কারণ যেকোনও ডিভাইস থেকে ড্রাইভের এটি ব্যবহার করা সম্ভব।

তাই তথ্য সঞ্চয় করে রাখার জন্য এটাই এখন অনেকের কাছে প্রিয়। কিন্তু ডিভাইসে নেট না থাকলে গুগল ড্রাইভের অ্যাকসেস করা সম্ভব হতো না। 

এবার সেই সমস্যার সমাধান করেছে গুগল। তারা জানান, অফলাইনে থাকলেও ড্রাইভে রাখা পিডিএফ, অফিস ডকুমেন্ট এবং ফটো অ্যাকসেস করতে পারবে ব্যবহারকারী। তবে সে ক্ষেত্রে যে ফাইলগুলো অফলাইনে ব্যবহার করতে ইচ্ছুক সেই সব ফাইলের অফলাইন মোড অন করে রাখতে হবে। ২০১৯ সাল থেকে এই প্রযুক্তিটি বেটা ভার্সনে শুরু করেছিল। এবার সবাই ওই অফলাইন মোড ব্যবহার করতে পারবে। যেকোনও ব্যবহারকারীকে ১৫ জিবি ফ্রি স্টোরেজ দেয় গুগল। সি নিউজ।

জাগরণ/এসএসকে