• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৯, ০৫:২৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২০, ২০১৯, ০৫:২৬ পিএম

রাজস্থানের বিপক্ষে লড়াকু সংগ্রহের পথে মুম্বাই 

রাজস্থানের বিপক্ষে লড়াকু সংগ্রহের পথে মুম্বাই 
অর্ধশতক হাঁকিয়ে দলকে লড়াকু সংগ্রহের পথে নিয়ে যাচ্ছেন ডি কক - ছবি : টুইটার

রাজস্থান রয়্যালসের বিপক্ষে তাদেরই ঘরের মাঠ সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করছে মুম্বাই ইন্ডিয়ানস। শেষ খবর পাওয়া পর্যন্ত, দলীয় অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারিয়ে ১০ ওভার শেষে সফরকারী মুম্বাইয়ের সংগ্রহ ৮১ রান। 

এর আগে, রাজস্থানের হয়ে আজ শনিবার (২০ এপ্রিল) টস করতে নামেন স্টিভ স্মিথ। দলীয় ব্যর্থতার কারণে আজিঙ্কা রাহানেকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়ায় স্মিথকে দলের নতুন অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য বিষয় হলো, একাদশে তিনটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। জস বাটলারের পরিবর্তে একাদশে ঢুকেছেন স্মিথ নিজেই। অন্যদিকে, ঈশ সোধী ও রাহুল ত্রিপাঠির পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন বেন স্টোকস ও রিয়ান পরাগ। 

একাদশে পরিবর্তন এনেছে মুম্বাইও। জয়ন্ত যাদবের পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন মায়াঙ্ক মারকান্ডে। 

রাজস্থান ও মুম্বাইয়ের একাদশ 
রাজস্থান রয়্যালস : সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), আজিঙ্কা রাহানে, স্টিভ স্মিথ (অধিনায়ক), বেন স্টোকস, অ্যাশটন টার্নার, স্টুয়ার্ট বিনি, রিয়ান পরাগ, জোফরা আর্চার, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাডকাট, ধাওয়াল কুলকার্নি।   
মুম্বাই ইন্ডিয়ানস : রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ক্রুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, বেন কাটিং, রাহুল চাহার, মায়াঙ্ক মারকান্ডে, লাসিথ মালিঙ্গা, জাসপ্রীত বুমরাহ। 

এসএইচএস