• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৯, ০৬:৪০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২০, ২০১৯, ০৬:৪০ পিএম

ডি ককের অর্ধশতকে মুম্বাইয়ের লড়াকু পুঁজি 

ডি ককের অর্ধশতকে মুম্বাইয়ের লড়াকু পুঁজি 
কুইন্টন ডি কক - ছবি : টুইটার

ওপেনার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি ককের অর্ধশতকের সুবাদে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১৬১ রানের লড়াকু পুঁজি পেয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। 

রাজস্থানের ঘরের মাঠ সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে আজ শনিবার টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানে প্রথম উইকেট হারায় মুম্বাই। শ্রেয়াস গোপালের বলে তারই হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা (৫ রান)। তবে দ্বিতীয় উইকেট জুটিতে কুইন্টন ডি কক ও সূর্যকুমার যাদব মিলে মুম্বাইকে লড়াইয়ে ফেরান। দুজনে মিলে গড়েন ৯৭ রানের বড় জুটি। 

মুম্বাইয়ের ২টি উইকেট তুলে নেন শ্রেয়াস গোপাল - ছবি : টুইটার 

যাদব স্টুয়ার্ট বিনির বলে ৩৪ রান করে ফিরে গেলেও, দারুণ ফর্মে থাকা ডি কক চলতি আসরে রাজস্থানের বিপক্ষে তুলে নেন নিজের দ্বিতীয় ফিফটি। যদিও ব্যক্তিগত ৬৫ রানে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান সাজঘরে ফিরে যাওয়ার পর দায়িত্ব নিয়ে ইনিংস শেষ করে আসতে পারেনি মুম্বাইয়ের আর কোনো ক্রিকেটার। 

হার্দিক পান্ডিয়া ২৩ রান করলেও, কাইরন পোলার্ড বড় শট খেলতে গিয়ে বোল্ড হয়ে ফিরে যান মাত্র ১০ রান করে। শেষতক, বেন কাটিংয়ের ৯ বলে ১৩ রানের ছোট একটি ইনিংসে ১৬১ রানে থামে সফরকারীদের রানের চাকা। রাজস্থানের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট পেয়েছেন শ্রেয়াস গোপাল।      

এসএইচএস