• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৫, ২০১৯, ০৪:২১ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৫, ২০১৯, ১০:২৩ পিএম

অনন্য রেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব  

অনন্য রেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব  

ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে এই মুহূর্তে ফিল্ডিং করছে বাংলাদেশ। এদিকে অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে থেকে এই ম্যাচে মাঠে নেমেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ বুধবার (১৫ মে) আইরিশদের বিপক্ষে মাত্র ১ উইকেট নিলেই ওয়ানডে ইতিহাসের পঞ্চম অলরাউন্ডার হিসেবে ৫ হাজার রান ও ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন সাকিব। 

সাকিবের আগে লঙ্কান কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়া, পাকিস্তানের শহিদ আফ্রিদি ও  আব্দুল রাজ্জাক এবং দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এই কীর্তি গড়লেও একটি জায়গায় সাকিব হবেন সবার থেকে অনন্য। মাত্র ১৯৮ ম্যাচ খেলেই অসাধারণ এ মাইলফলক ছুঁতে পারবেন তিনি। যেখানে বাকিদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে ৫ হাজার রান ও ২৫০ উইকেট নিয়েছেন আব্দুল রাজ্জাক। ২৩৪ ম্যাচ খেলে এ কীর্তি গড়েছিলেন তিনি। 

অর্থাৎ, বাংলাদেশের সাকিবই হতে যাচ্ছেন ওয়ানডে ক্রিকেট ইতিহাসের দ্রুততম ৫ হাজার রান ও ২৫০ উইকেট সংগ্রহ করা অলরাউন্ডার।

এমএইচএস/এসএইচএস