• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৫, ২০১৯, ০৮:৫০ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৬, ২০১৯, ০২:৫৩ এএম

ছন্দ খুঁজতে মরিয়া শাদাব

ছন্দ খুঁজতে মরিয়া শাদাব

পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান মনে করেন, মানসিকভাবে বিশ্বকাপের জন্য প্রস্তুত তিনি। তবে ক্রিকেট মহাযজ্ঞ শুরুর আগে হারানো ‘ছন্দ’ খুঁজে পেতে হবে বলেও মনে করেন তিনি। 

পাকিস্তানের বিশ্বকাপ দলে ডাক পেলেও গত সপ্তাহে স্বাস্থ্য পরীক্ষার সময় রক্তে ভাইরাস ধরা পড়ে শাদাবের। দরুন বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে পড়েছিলেন এই তরুণ লেগি। তবে আশার কথা হচ্ছে, এখন সম্পূর্ণ সুস্থ তিনি। ফলে বিশ্বকাপ খেলতেও কোনো বাঁধা নেই ২০ বছর বয়সী শাদাবের। 

মেগা ইভেন্ট শুরুর ১৫ দিন আগে খেলার জন্য সবুজ সংকেত পাওয়ায় খুশি শাদাব। তিনি বলেন, ‘আমি সবসময় আশাবাদী ছিলাম। কারণ আমার শরীরে যে ভাইরাস ধরা পড়েছে তা প্রাথমিক পর্যায়ে ছিল। তাই দুই সপ্তাহের ওষুধে তা সম্পূর্ণ সেরে গেছে। আমি এখন বিশ্বকাপের উদ্দেশে রওনা দেবার জন্য প্রস্তুত।’ 

ইংল্যান্ডের ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু আমরা প্রায় ৩ বছর সেখানে নিয়মিত সিরিজ খেলে আসছি, সেহেতু আমার মনে হয় না মানিয়ে নিতে খুব একটা কষ্ট হবে। আমাকে যা করতে হবে তা হলো ছন্দ ফিরে পেতে হবে।’

আত্মপ্রত্যয়ী শাদাব নিজেকে নিয়ে আরও বলেন, ‘আমি এরই মধ্যে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে (চ্যাম্পিয়নস ট্রফি) খেলেছি এবং চ্যাম্পিয়নও হয়েছি। যদিও আমরা সেবার কিছু ম্যাচ হেরেছিলাম। তবে আমি জানি, কীভাবে বড় আসরে নিজেকে মানিয়ে নিতে হবে।’ 

এসএইচএস