• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৫, ২০১৯, ১০:০৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৫, ২০১৯, ১০:০৩ পিএম

৩০ ওভারেই ২০০ ছাড়ালো বাংলাদেশ 

৩০ ওভারেই ২০০ ছাড়ালো বাংলাদেশ 

ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডের দেয়া ২৯৩ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০ ওভার ৩ বল শেষে টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ২০৯ রান। এই মুহূর্তে ক্রিজে আছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব ৩৬ ও মুশফিক ৩০ রান নিয়ে ব্যাট করছেন।  

এর আগে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে ভালো সূচনা পায়। ওপেনিং জুটিতে দুজন যোগ করেন ১১৭ রান। 
এ ম্যাচে সৌম্য সরকারের বদলি হিসেবে খেলতে নামা লিটন খেলেন ৬৭ বলে ৯ চার ও ১ ছক্কায় সাজানো ঝকঝকে এক ইনিংস। তামিমও তুলে নেন ক্যারিয়ারের ৪৬তম ফিফটি। বয়েড র‍্যানকিনের বলে বোল্ড হয়ে ফেরার আগে ৫৩ বলে করেন ৫৭ রান। 

প্রথম ইনিংসে  পল স্টার্লিংয়ের ১৩০ ও উইলিয়াম পোর্টারফিল্ডের ৯৪ রানের দারুণ দুটি ইনিংসের উপর ভর করে বাংলাদেশের বিপক্ষে ২৯২ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে বোলিংয়ে কেউ তেমন সুবিধা করতে না পারলেও, ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা আবু জায়েদ রাহী পকেটে পুরেছেন ৫ উইকেট। 

এমএইচএস