• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৯, ২০১৯, ০৮:০৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৯, ২০১৯, ০৮:০৯ পিএম

চোট কাটিয়ে অনুশীলনে সাকিব (ভিডিওসহ)  

চোট কাটিয়ে অনুশীলনে সাকিব (ভিডিওসহ)  
সাকিব আল হাসান - ফাইল ফটো

সাইড স্ট্রেইনের ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন সাকিব আল হাসান। আজ রোববার (১৯ মে) আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডের লেস্টারে পৌঁছেই ব্যাট-প্যাড হাতে মাঠে নেমে পড়েন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে দেশসেরা অলরাউন্ডারের ব্যাটিং অনুশীলনের একটি ভিডিও আপলোড করেছে। যা ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। 

গত ১৫ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ইনিংসের ৩৬তম ওভারে আইরিশ পেসার ব্যারি ম্যাককার্থির বলে সজোরে মারতে গিয়ে বাম পাশের পেশিতে টান লাগে সাকিবের। এরপর থেকেই দলের ফিজিও থিলান চন্দ্রমোহনের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। এই ইনজুরির কারণে ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও মাঠে নামা হয়নি সাকিবের। 

তবে দেশের অনেক ক্রীড়ামোদী শঙ্কায় ছিলেন সাকিবের ইনজুরি নিয়ে। বিশ্বকাপে পূর্ণ ফিট সাকিবকে পাওয়া যায় কিনা তা নিয়ে জেগেছিল সন্দিহান। যদিও আজ ব্যাট হাতে নেমে পড়ে সব শঙ্কাকে ফুঁ মেরে উড়িয়ে দিলেন বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য।  

সাকিব আল হাসানের অনুশীলনের ভিডিও দেখুন এখানে : 

এসএইচএস