• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৯, ২০১৯, ০৯:০৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৯, ২০১৯, ০৯:১৮ পিএম

রানের পাহাড়ে চাপা পড়ে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় 

রানের পাহাড়ে চাপা পড়ে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় 

ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও রানের পাহাড় গড়েছে ইংলিশরা। হেডিংলিতে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভার শেষে ৯ উইকেটে ৩৫১ রান সংগ্রহ করে ইংল্যান্ড। সন্তানের অসুস্থতার কারণে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জেসন রয়কে এদিন ছুটি দিয়েছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। 

ইনিংসের এক পর্যায়ে জো রুট ও অধিনায়ক এউইন মরগ্যানের ব্যাটিংয়ে ২৯ ওভার ৩ বলেই ১ উইকেটে ২২২ রান তুলে ফেলেছিলো। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ায় পাকিস্তানি বোলাররা। প্রথমে মনে হয়েছিলো আজ বুঝি ৪০০ রানই ছাড়াবে ইংল্যান্ড ইনিংস! তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় সাড়ে তিনশ'তেই থামতে হয় তাদের। পাকিস্তানের হয়ে ইমাদ ওয়াসিম শাহীন আফ্রিদি ৮২ রান খরচায় ৪ উইকেট নেন। 

জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ১০ ওভার শেষে ৩ উইকেটে ৫৫ রান। ৬ রানেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়েছিলো তারা। ওপেনার ফখর জামান শূন্য রানে আউট হন। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান আবিদ আলি করতে পেরেছেন মাত্র ৫ রান। রানের খাতা না খুলে প্যাভিলিয়নে ফিরে গেছেন মোহাম্মদ হাফিজও। 

এমএইচএস