• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ২০, ২০১৯, ০৬:১২ পিএম
সর্বশেষ আপডেট : মে ২০, ২০১৯, ০৬:২০ পিএম

রশিদ খানকে ইতিহাসের সেরা বোলার বললেন জাম্পা 

রশিদ খানকে ইতিহাসের সেরা বোলার বললেন জাম্পা 

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে লেগস্পিনার অ্যাডাম জাম্পা নিয়মিত হয়েছেন খুব বেশিদিন হয়নি। তবে এর মধ্যেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ধরে রাখার মিশনে দলের অপরিহার্য সদস্য হয়ে উঠেছেন জাম্পা। তার অনুপস্থিতিতে গতবছরই চিরপ্রতিদ্বন্দী ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে অজিরা। এরপর জাম্পার প্রত্যাবর্তনের পর ভারতের বিপক্ষে সেদেশের মাটিতে ও পাকিস্তানের বিপক্ষে আরব আমিরাতে দারুণ করেছে অজিরা। ভারতকে তাদের মাটিতেই সিরিজ হারিয়েছে ৩-২এ, পাকিস্তানকে করেছে হোয়াইটওয়াশ। ভারতের বিপক্ষে ৫ ম্যাচে ১১ উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন জাম্পা।  

বিশ্বকাপে অস্ট্রেলিয়া প্রথম ম্যাচেই মুখোমুখি হবে আফগানিস্তানের বিপক্ষে। আফগান লেগস্পিনার রশিদ খানকে সব দলের মাথা ব্যথার মূল কারণ হিসেবে মানছেন জাম্পাও। রশিদকে ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা বোলার হিসেবে আখ্যা দেন জাম্পা। এবারের বিগ ব্যাশ লীগে অ্যাডিলেড স্ট্রাইকারসে খেলেছেন রশিদ। সেখানেই রশিদের কাছে ঘণ্টাখানেক লেগস্পিনের তালিম নিয়েছিলেন মেলবোর্ন স্টারসে খেলা জাম্পা। তিনি বলেন, 'রশিদ সম্পূর্ণ ভিন্ন একজন বোলার। সে এত দ্রুত দৌড়ে এসে বল করতে পারে কারণ সে খুবই চওড়া আঙুলের অধিকারী এবং আঙুলের একেবারে উপরের অংশে বল চেপে সে বল করার ক্ষমতা রাখে। আমার মতো অন্য সবার বল লেগস্পিন করার জন্য হাতের তালুতে বল চেপে রাখতে হয়।'   

রশিদে মুগ্ধ জাম্পা আরও বলেন, 'আমি কখনোই রশিদের মতো বল করতে পারবো না। তবে তার সাথে কিছু সময় কাটিয়ে একটি উপকার হয়েছে। আমাদের ব্যাটসম্যানদের কাছে সেই অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে পারবো, যাতে তারা রশিদকে ভালোভাবে খেলতে পারে।'  

 আসন্ন বিশ্বকাপে নাথান লিওনের সাথে জাম্পার স্পিন জুটিকে ধরা হচ্ছে অন্যতম কার্যকর স্পিন জুটি হিসেবে। ইংল্যান্ডের অপেক্ষাকৃত ছোট মাঠগুলোয় মিডল ওভারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেই টিম ম্যানেজমেন্টের বিশ্বাস।

অধিনায়ক অ্যারন ফিঞ্চ ইতোমধ্যেই জাম্পাকে উইকেট টেকারের লাইসেন্স দিয়ে দিয়েছেন। যার মানে হলো, রান বেশি দিয়ে হলেও ব্রেকথ্রু আনার দায়িত্বটা পড়ছে তার কাঁধে। এর ফলে শেষের ওভারগুলোতে পেসাররা তাদের কাজ ঠিকঠাকভাবে করতে পারবেন। 

জাম্পা বললেন, 'মিডল ওভারে বল করতে গিয়ে আপনি যদি বিরাট বা বাটলারের মতো ব্যাটসম্যানদের পান, তবে বোলারদের কাজটা অনেক কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে উইকেট নেয়া ছাড়া অন্য কোনো উপায় থাকে না।নইলে ডেথ ওভারে পেসারদের ভুগতে হয়। সেজন্যই ওয়ানডে ক্রিকেটে মিডল ওভারে উইকেট নেয়া খুব গুরুত্বপূর্ণ।' 

জাম্পা আরও বলেন, 'গত তিন বা চার বছরের দিকে যদি তাকান, দেখবেন ক্রিকেট খেলাটা একটু পরিবর্তিত হয়েছে। স্পিনাররা এখন আরও কার্যকরী ভূমিকা রাখছে। দেড় বছর আগেও আমাদের দলের ব্যাটসম্যানরা স্পিনের বিপক্ষে ভালো খেলতো না। তবে ভারত ও দুবাইয়ে আমাদের পারফরম্যান্সই ইঙ্গিত দিচ্ছে, কতটা উন্নতি করেছি আমরা।'  

নাথান লিওনের সাথে জুটি নিয়ে জাম্পা বলেন, 'আমরা দু'জন দলে ভিন্ন ভিন্ন দায়িত্ব পালন করি। লিওন খুবই নিখুঁত এবং নান্দনিক একজন অফস্পিনার। মাঠে সে অসাধারণ বোলিং করে ব্যাটসম্যানদের রান চাপিয়ে রাখে। তার কারণেই আমি অন্য প্রান্ত থেকে আক্রমণ চালাতে পারি। আমরা মাত্র কয়েক মাস আগেই একে অপরের সাথে পরিচিত হয়েছি। এর মধ্যেই দুর্দান্ত এক জুটি হয়ে উঠেছি আমরা। আমার মনে হয় বিশ্বকাপেও আমরা পরিকল্পনামাফিক বল করে সফল হবো।' 

এমএইচএস