• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ২১, ২০১৯, ১০:৩১ এএম
সর্বশেষ আপডেট : মে ২১, ২০১৯, ১০:৩১ এএম

ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি টানলেন জাভি

ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি টানলেন জাভি

দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি রেখা টানলেন বার্সেলোনার সাবেক তারকা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। 

সোমবার (২০ মে) তেহরানের আজাদি স্টেডিয়ামে নিজ ক্লাব আল সাদের হয়ে শেষ ম্যাচটি খেলে তিনি আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানান।

যদিও ক্যারিয়ারের শেষ ম্যাচে জয় পাওয়া হয়নি সাবেক এই স্পেন তারকার। এএফসি প্রতিযোগিতার ম্যাচটিতে তার দল ২-০ গোলে হেরেছে। 

২০১৫ সালে কাতারের ক্লাব আল সাদে যোগ দিয়েছিলেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার। আগামী আগস্টে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড খেলবে আল সাদ। তবে ওই সময় পর্যন্ত খেলা চালিয়ে যেতে রাজি হননি জাভি। তবে মাঠে না থাকলেও ক্লাবটির ডাগআউটে তাকে দেখা যেতে পারে। 

জাভি বার্সেলোনার হয়ে খেলেছেন রেকর্ড ৭৬৯টি ম্যাচ, যার মধ্যে লা লিগায় খেলেছেন ৫০৫টি ম্যাচ। বার্সার হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে জিতেছেন ৮টি লীগ শিরোপা, ৪টি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা এবং গোল করেছেন মোট ২৮টি। আল সাদের হয়ে ৮২ ম্যাচ খেলে জাভি ২১টি গোলের দেখা পান। 

স্পেনের জার্সি গায়ে খেলেছেন ১৩৩টি আন্তর্জাতিক ম্যাচ এবং গোল করেছেন ১৩টি। জাতীয় দলের হয়ে জিতেছেন একটি বিশ্বকাপ ও দুটি ইউরো শিরোপা।

আরআইএস