• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ২১, ২০১৯, ১০:৪৬ এএম
সর্বশেষ আপডেট : মে ২১, ২০১৯, ১০:৪৬ এএম

চ্যাম্পিয়ন্স লীগের চেয়ে ট্রেবল জয় কঠিন : গার্দিওলা

চ্যাম্পিয়ন্স লীগের চেয়ে ট্রেবল জয় কঠিন : গার্দিওলা

এফ এ কাপের ফাইনালে ওয়াটফোর্ডকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের মাধ্যমে ঘরোয়া ফুটবলে ট্রেবল জয়ের কৃতিত্ব অর্জন করেছে ম্যাচেস্টার সিটি। 

ট্রেবল জয়ের পর ম্যানসিটির ৪৮ বছর বয়সী স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা বলেছেন, ঘরোয়া ফুটবলের এই ট্রেবল জয় করাটা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপার চেয়েও বেশি কঠিন। কারণ এ জন্য গোটা মৌসুমজুড়ে ধারাবাহিকতা রক্ষা করতে হয়।

তবে পেপ গার্দিওলা এটাও মনে করেন, চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয় করতে পারলেই কেবল দলটির আসল মূল্যায়ন করা যেতো। বার্সেলোনার হয়ে দুইবার চ্যাম্পিয়ন লীগ শিরোপা জয় করা গার্দিওলা বলেন, আগেও বলেছি যে আমি জানি দিন শেষে আমাদের মূল্যায়ন করা হবে চ্যাম্পিয়ন্স লীগ দিয়ে। সেটি জয় না করা পর্যন্ত আমাদের জন্য যথেষ্ঠ হবে না। 

কাতালান এই কোচ বলেন, আমি জানি এই বিতর্ক আমার সঙ্গে আসবেই। বার্সেলোনায় যখন কাজ করেছি, তখন সৌভাগ্যবশত আমি দুইবার এই শিরোপা জয় করি। যে কারণে সবাই মনে করে আমি বিশেষ কিছু। তাই আমাকে চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয় করতে হবে। বিষয়টি এখনো সত্যি। 

২০১১ সাল থেকেই চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা স্বাদ থেকে বঞ্চিত রয়েছেন গার্দিওলা। বায়ার্ন মিউনিখে ব্যর্থ হবার পর এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা আর জয় করতে পারেননি তিনি।

২০১৬ সালে সিটির দায়িত্ব নেয়ার পর চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল থেকে ফিরতে হয়েছে তাকে। ২০১৭ সালে শেষ ষোলর লড়াইয়ে মোনাকোর কাছে হেরে বিদায় নেয় গার্দিওলার শিষ্যরা। গত বছর শেষ আটে লিভারপুলের কাছে হেরে এবং এবার টটেনহ্যামের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লীগ থেকে ছিঠকে পড়তে হয়েছে ম্যানচেস্টার সিটিকে।

গার্দিওলা বলেন, এই ক্লাবের পয়েন্ট রেকর্ড ও ঘরোয়া লড়াইয়ের রেকর্ড অবিশ্বাস্য। এতদিন চ্যাম্পিয়ন্স লীগ নিয়ে আমরা বেশি মাথা ঘামাইনি। এই দলটি যেমন ভালো, তেমনি এখানকার ঘরোয়া লড়াইও দুর্দান্ত। কারণ এখানকার দলগুলো খুবই ভালো। তবে এবার চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা চাই।

আরআইএস