• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২১, ২০১৯, ০২:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ২১, ২০১৯, ০২:৫৪ পিএম

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে ৩ পরিবর্তন, ঢুকলেন আর্চার  

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে ৩ পরিবর্তন, ঢুকলেন আর্চার  

আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটের জন্য আগের ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে তিনটি পরিবর্তন এনেছে স্বাগতিক ইংল্যান্ড।

মঙ্গলবার (২১ মে) ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) আনুষ্ঠানিকভাবে স্কোয়াডে পরিবর্তন এনে বিশ্বকাপের দল ঘোষণা করে।

জোরালো দাবি এবং মাঠের নৈপুণ্য দেখানোর ফলে দলে চলে এসেছেন ডানহাতি পেসার জোফরা আর্চার। তাকে সুযোগ দিতে বাদ পড়েছেন বাঁ হাতি পেসার ডেভিড উইলি। অলরাউন্ডার জো ডেনলির পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক অলরাউন্ডার লিয়াম ডসন। মাদক সেবনের দায়ে আগেই বাদ পড়া ওপেনিং ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের বদলে জায়গা পেয়েছেন আরেক ওপেনার জেমস ভিন্স।

ইংল্যান্ডের পূর্ব ঘোষিত বিশ্বকাপ স্কোয়াড: ইয়ন মরগান (উইকেটরক্ষক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জশ বাটলার, টম কুরান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জ্যাসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস এবং মার্ক উড।  

ইংল্যান্ডের পরিবর্তিত বিশ্বকাপ স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জশ বাটলার, টম কুরান, লিয়াম ডসন, জেমস ভিন্স, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জোফরা আর্চার, ক্রিস ওকস এবং মার্ক উড।

আরআইএস