• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২১, ২০১৯, ০৭:২২ পিএম
সর্বশেষ আপডেট : মে ২২, ২০১৯, ১১:৫০ এএম

ওয়ার্নার-স্মিথকে উত্ত্যক্ত করতে নিষেধ করলেন মঈন  

ওয়ার্নার-স্মিথকে উত্ত্যক্ত করতে নিষেধ করলেন মঈন  

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আসন্ন ক্রিকেট বিশ্বকাপ ও অ্যাশেজে স্টেডিয়ামে খেলা দেখতে আসা ইংলিশ সমর্থকরা অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে কোনোরকম উত্ত্যক্ত করবেন না বলে ইংল্যান্ড ক্রিকেট দলের অলরাউন্ডার মঈন আলি আশাবাদ ব্যক্ত করেছেন। গত বছর কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা কাটিয়েছেন  এই দুই অজি ব্যাটসম্যান। স্মিথ, ওয়ার্নার দুজনই বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। 
 
দ্য গার্ডিয়ানকে মঈন বলেছেন, ' আমি আসলেই চাই ইংল্যান্ডে এসে তারা কোনো বিব্রতকর অবস্থার সম্মুখীন না হোক। আমি চাই তারা এখানে ভালোভাবে ক্রিকেটটা উপভোগ করুক।'

মঈন আরও বলেন, 'ব্যাপারটা মজার জায়গা থেকে যাতে কিছুতেই ব্যক্তিগত পর্যায়ে না পৌঁছায়। আমরা সবাই ভুল করি। কিন্তু আমরা সবাই মানুষ এবং আমাদের সবারই অনুভূতি রয়েছে। আমি জানি, ভেতরে ভেতরে তারা খুবই ভালো মানুষ। তাই আশা করছি তাদেরকে ভালোভাবেই গ্রহণ করা হবে। কোনো কেলেঙ্কারি নয়, ক্রিকেটকে নিয়েই সবাই আলোচনা করুক।' 

ইংল্যান্ড সফরে স্মিথ-ওয়ার্নারের সাথে কেমন আচরণ করা হবে এ নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারও। তিনি বলেন, 'আমার জীবনে কম লোকই দেখেছি যারা অসদাচারণ কিংবা ঘৃণার মুখোমুখি হতে স্বাচ্ছন্দ্যবোধ করে। দিনশেষে আমরা সবাই মানুষ। আমাদের তাদের প্রতি যত্নবান হতে হবে, তাদের আগলে রাখতে হবে। নিশ্চিত করতে হবে তারা যাতে মানসিকভাবে অন্যান্য ক্রিকেটারদের মতোই ঠিক থাকে।'  

এমএইচএস