• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২২, ২০১৯, ০৮:২৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ২২, ২০১৯, ০৮:২৬ পিএম

লেস্টারে শেষ বাংলাদেশের অনুশীলন পর্ব 

লেস্টারে শেষ বাংলাদেশের অনুশীলন পর্ব 
শেষ দিনের অনুশীলনে টাইগাররা - ছবি : ইন্টারনেট

আয়ারল্যান্ড ছেড়ে লেস্টারে পৌঁছেই অনুশীলন শুরু করে দেয় বাংলাদেশ ক্রিকেট দল। মাঝে একদিন ক্রিকেটাররা ছুটিতে থাকলেও আজ বুধবার (২২ মে) লেস্টারে শেষবারের মতো অনুশীলন করেছে দল।

লেস্টার পর্ব শেষ হওয়ায় বাংলাদেশ দলের পরবর্তী ঠিকানা এখন কার্ডিফ। সেখানে বিশ্বকাপের মূল মঞ্চে পা দেয়ার আগে ২৬ ও ২৮ মে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। 

ছুটিতে থাকায় লেস্টার পর্বের অনুশীলনে ছিলেন না দলের দুই বড় তারকা দলপতি মাশরাফী বিন মোর্ত্তজা ও তামিম ইকবাল। তবে বাকি ১৩ জন নিয়মিতভাবে কঠোরভাবে করে গেছেন নিজেদের অনুশীলন। 

এদিকে আগামীকাল বৃহস্পতিবার (২৩ মে) লন্ডনের দ্য ফিল্ম শেডে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া অধিনায়কদের সংবাদ সম্মেলনে যোগ দিতে আজ সকালে দেশ ছেড়েছেন মাশরাফী। ইংল্যান্ড পৌঁছে সংবাদ সম্মেলন শেষ করে সেখান থেকে কার্ডিফে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তার। দুবাই থেকে ওপেনার তামিমও সরাসরি কার্ডিফে থাকা দলের সঙ্গে যোগ দেবেন। 

এসএইচএস