• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৫, ২০১৯, ১১:১৭ এএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০১৯, ১২:২৮ পিএম

কোন দলের অ্যাওয়ে জার্সি কিরকম 

কোন দলের অ্যাওয়ে জার্সি কিরকম 

ক্রিকেট বিশ্বকাপে এবারই প্রথম হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে দুটি জার্সি রাখার পরিকল্পনা করেছে আইসিসি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, দুটি দলের মূল জার্সির রঙ যদি একরকম হয়ে যায়, সেক্ষেত্রে একটি দলকে পরতে হবে তাদের অ্যাওয়ে জার্সি। 

বিশ্বকাপের দশ দলের মধ্যে ভারত, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের জার্সির রং নীল। অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মূল জার্সির রঙ সবুজ। বাংলাদেশ তাদের মূল জার্সি উন্মোচনের সাথেই একটি লাল রঙয়ের অ্যাওয়ে জার্সিও উন্মোচিত করেছে। আফগানিস্তান বানিয়েছে লাল অ্যাওয়ে জার্সি। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার অ্যাওয়ে জার্সির রং হবে হলুদ। 

দক্ষিণ আফ্রিকার হোম (ডানে) ও অ্যাওয়ে (বামে) জার্সি

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে পাকিস্তানকে 'হোম টিম' হিসেবে গণ্য হবে। তাই তাদের অ্যাওয়ে জার্সির দরকার পড়ছে না।  

এদিকে ভারতের অ্যাওয়ে জার্সি কেমন হবে তা চূড়ান্ত না হলেও জার্সির রং হিসেবে সম্ভবত কমলা ব্যবহার করা হবে জানা গেছে একাধিক প্রতিবেদনে। 

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জার্সির সাথে অন্য কোনো দলের জার্সির রংয়ে মিল না থাকায় কোনো ম্যাচেই তাদের জার্সি পরিবর্তনের দরকার পড়বে না।

এমএইচএস