• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৫, ২০১৯, ১১:৪৬ এএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০১৯, ১২:২৬ পিএম

সরফরাজের টপ অর্ডারে ব্যাটিং করা উচিৎ : আফ্রিদি

সরফরাজের টপ অর্ডারে ব্যাটিং করা উচিৎ : আফ্রিদি

সাবেক পাকিস্তান অলরাউন্ডার শহীদ আফ্রিদি মনে করেন, পাকিস্তানের বর্তমান অধিনায়ক সরফরাজ আহমেদের উচিৎ বিশ্বকাপে তার ব্যাটিং অর্ডার উপরে তুলে আনা। 

ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সরফরাজ আহমেদ ৫ নম্বরে ব্যাটিং করে খেলেন ৮০ বলে ৯৭ রানের একটি ইনিংস। 

আফগানিস্তানের বিপক্ষে গতকাল (২৪ মে) বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ৩ উইকেটে হেরেছে পাকিস্তান। এ ম্যাচে ৭ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন অধিনায়ক সরফরাজ, করতে পেরেছিলেন মাত্র ১৩ রান। 

জিও টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ' সরফরাজের উচিৎ টপ অর্ডারে ব্যাট করা। সে বড় কোনো হিটার নয় যাকে ৬ নম্বরে মানায়। বরং ব্যাটিং অর্ডার এগিয়ে এনে তাকে অধিনায়কসুলভ ইনিংস খেলতে হবে। উইকেটে বেশি সময় থাকার চেষ্টা করতে হবে তাকে।' 

পাকিস্তানের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ আগামীকাল রোববার। কার্ডিফের সোফিয়া গার্ডেনে আগামীকাল বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় বাংলাদেশের মুখোমুখি হবে তারা। 

এমএইচএস