• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ২৫, ২০১৯, ০৫:১৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০১৯, ০৫:১৪ পিএম

গম্ভীরকে ‘বেকুব’ বললেন আফ্রিদি 

গম্ভীরকে ‘বেকুব’ বললেন আফ্রিদি 

সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর ও পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির মধ্যে বরাবরই চলে আসছে সাপে-নেউলে সম্পর্ক। মাঠ কিংবা মাঠের বাইরে কেউ কখনো কাউকে ছাড় দিয়ে কথা বলেননি। 

এইতো কিছুদিন আগের ঘটনা। শহীদ আফ্রিদি তার প্রকাশিত আত্মজীবনী ‘গেম চেঞ্জারে’ গম্ভীরকে ব্যক্তিত্বহীন বলে দাবি করেন। এছাড়াও তিনি বলেন, ‘গম্ভীর নিজেকে ডন ব্রাডম্যান ও জেমস বন্ডের মিশ্রিত চরিত্র মনে করে। আসলে করাচিতে আমরা এ ধরনের লোককে কৃপণ বলি। এটা সত্যি আমি হাসিখুশি ও ইতিবাচক লোক পছন্দ করি। সে আক্রমণাত্মক বা প্রতিদ্বন্দ্বী কিনা সেটা ব্যাপার নয়। কিন্তু তাকে অবশ্যই ইতিবাচক হতে হবে। কিন্তু তিনি তা নন।’

আফ্রিদির এমন কড়া মন্তব্যের জবাব দিতে ছাড়েননি গৌতম গম্ভীর নিজেও। তিনি পাকিস্তানি অলরাউন্ডারকে টুইট করে মানসিক ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছিলেন । এমনকি নিজে তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে চেয়েছিলেন। 

এদিকে সদ্য সমাপ্ত ভারতের লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি থেকে বিজেপির হয়ে জয়লাভ করেছেন গম্ভীর। বিপুল ভোটে জয়ী হওয়া গম্ভীর আসন্ন বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বলেন, ‘পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা উচিত নয়। এমনকি এ কারণে কিছু পয়েন্ট হারালেও ভারতের খেলা উচিত হবে না। এটা হবে পুলওয়ামা হামলায় নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা। ফাইনাল ম্যাচ হলেও ম্যাচটি ভারতের বয়কট করা উচিত।’ 

গম্ভীরের এমন মন্তব্যের পর সাংবাদিকরা আফ্রিদির প্রতিক্রিয়া জানতে চাইলে সাবেক পাকিস্তানি অধিনায়ক গম্ভীরকে বেকুব উল্লেখ করে বলেন, ‘আপনি কি মনে করেন গম্ভীর এ কথা ‍বলার সময় তার বুদ্ধি খাটিয়েছে? এটা কোনো সুস্থ-সচেতন মানুষের কথা হতে পারে না। কোনো শিক্ষিত লোক কী এভাবে কথা বলেত পারে?’  

এসএইচএস  

আরও পড়ুন