• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৫, ২০১৯, ০৭:১০ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০১৯, ০৭:৪১ পিএম

জাদেজার ব্যাটে লজ্জা এড়ালো ভারত 

জাদেজার ব্যাটে লজ্জা এড়ালো ভারত 

বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে বড়সড় লজ্জার মুখেই পড়তে যাচ্ছিল ভারত। তবে আটে ব্যাটিং করতে নামা অলরাউন্ডার রবিন্দ্র জাদেজার ব্যাট শেষ মুহূর্তে জ্বলে ওঠায় প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭৯ রানের সম্মানজনক একটি স্কোর দাঁড় করিয়েছে তারা।    

আজ শনিবার (২৫ মে) লন্ডনের কেনিংটন ওভালে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধনায়ক বিরাট কোহলি। ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত শর্মা। পরের ওভারে বল হাতে আবারো উইকেট শিকার করেন বোল্ট। এবার তার বলে ব্লুন্ডেলের গ্লাভসে ধরা পড়ে মাত্র ২ রান করে ফেরেন শিখর ধাওয়ান।

টিম ইন্ডিয়া তাদের তৃতীয় উইকেট হারায় দলীয় ২৪ রানের মাথায়। লোকেশ রাহুলকে ক্লিন বোল্ড করে মাঠ ছাড়া করে নিজের তৃতীয় উইকেটের দেখা পান বোল্ট। শুরুতেই ধাক্কা খাওয়া ভারত ঘুরে দাঁড়ানোর আগেই হারিয়ে বসে দলের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলিকে। ১৮ রান করা কোহলি বিদায় নেন গ্রান্ডহোমের বলে বোল্ড হয়ে।

পাঁচে নামা হার্দিক পান্ডিয়া ভারতীয় সমর্থকদের আশার আলো দেখাতে শুরু করলেও, জেমস নিশাম বল হাতে নিয়েই তাকে সাজঘরের পথ দেখিয়ে দেন। পান্ডিয়া ব্যক্তিগত ৩০ রানে বিদায় নিলে দিশেহারা হয়ে পড়ে ভারত। এই চাপ সামলাতে না পেরে দ্রুততম সময়ে বিদায় নেন দীনেশ কার্তিক ও মহেন্দ্র সিং ধোনিও।

পান্ডিয়ার পর কার্তিকের (৪ রান) উইকেটও শিকার করেন নিশাম। আর ধোনিকে ১৭ রানে ফেরান টিম সাউদি। ভারতের দলীয় স্কোর তখন ৭ উইকেটে ৯১! মনে হচ্ছিল ১১০ অথবা ১২০ রানের মধ্যেই অলআউট হয়ে যাবে তারা। 

তবে হঠাৎ করেই প্রতিরোধ গড়ে তোলেন জাদেজা। নম্বম উইকেট জুটিতে কুলদ্বীপ যাদবকে নিয়ে গড়েন ৬২ রানের জুটি। তাতেই লজ্জা এরায় ভারত। জাদেজা করেন ইনিংস সর্বোচ্চ ৫৪ রান। তবে লোকি ফারগুসনের বলে গাপটিলের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে গেলে ১৭৯ রানের মধ্যেই গুটিতে যায় দল। 

কিউইদের হয়ে একাই ৪ উইকেট তুলে নিয়েছেন বোল্ট আর নিশাম পেয়েছেন ৩ উইকেট। 

এসএইচএস