• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৬, ২০১৯, ০৭:৫১ এএম
সর্বশেষ আপডেট : মে ২৬, ২০১৯, ০৭:৫১ এএম

বার্সেলোনা নয়, কোপা দেল রে‍‍`র শিরোপা জিতলো ভ্যালেন্সিয়া

বার্সেলোনা নয়, কোপা দেল রে‍‍`র শিরোপা জিতলো ভ্যালেন্সিয়া

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে দীর্ঘ ১১ বছর পর কোপা দেল রে'র শিরোপা জিতে নিয়েছে ভ্যালেন্সিয়া।  

শনিবার (২৫ মে) রাতে সেভিয়ায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ভ্যালেন্সিয়া দুই গোলে এগিয়ে যায়। ম্যাচের ২১ মিনিটে হোসে লুইস গায়ার পাসে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করে ভ্যালেন্সিয়াকে লিড এনে দেন কেভিন গামেইরো। 

১২ মিনিট পর আবারো গোল হজম করে বার্সেলোনা। ডান প্রান্ত থেকে দ্রুত গতিতে ছুটে গিয়ে কার্লোস সোলের পাস দেন রদ্রিগো মোরেনোকে। এরপর ডি বক্সের একদম কাছ থেকে হেডে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। 

প্রথমার্ধে যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন লিওনেল মেসি। কারণ ভ্যালেন্সিয়ার রক্ষণভাগের খেলোয়াড়রা তাকে আটকে রাখতে পুরোপুরি সক্ষম হয়েছিলেন। 

বিরতির পর ৭৩ মিনিটে এসে গোলের দেখা পায় বার্সেলোনা। কর্নার থেকে পাওয়া বলে হেড করেছিলেন ক্লিমেন্ট লেঙ্গলেট। তার নেয়া হেড প্রতিহত করেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক। তবে বল ক্লিয়ার করতে না পারায় ফিরতি বলে ডি-বক্স ফাঁকা পেয়ে অতি সহজ গোল করে ব্যবধান কমান মেসি। 

তবে মেসির গোলে হার এড়াতে পারেনি বার্সেলোনা। তাই তাদের আর এবারের মৌসুমে ডাবল জেতা হলো না। অপরদিকে, অষ্টমবারের মতো কোপা দেল রে'র শিরোপা ঘরে তুলে নেয় ভ্যালেন্সিয়া। 

আরআইএস